রেবেটা-৪৮
অপেক্ষমাণ একটি চকচকে রিভলবার
আর দুটো প্রতীক্ষিত বুলেট
যার প্রথম শিকার
তুমি
অবশেষে
আমি
চমৎকার অবিচ্ছিন্ন মৃত্যু হবে আমাদের ।
রেবেটা-৪৮
অপেক্ষমাণ একটি চকচকে রিভলবার
আর দুটো প্রতীক্ষিত বুলেট
যার প্রথম শিকার
তুমি
অবশেষে
আমি
চমৎকার অবিচ্ছিন্ন মৃত্যু হবে আমাদের ।
Feedback/Errata