About The Book

এই বইটির পান্ডুলিপি গোছানোর কাজটা শুরু হয় ১৯৯৮ সালের দিকে সবকিছু নিয়ে গোছাতে গোছাতে ১৯৯৯ সাল চলে আসে। তারপর বরেণ্য কবি বেগম সুফিয়া কামালের কাছে কবিতার পান্ডুলিপিটি দেওয়া হয় এবং ‍উনি সেটি পড়ে ১৯৯৯ সালের ফেব্রুয়ারীতে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিলেন এবং এটি বইয়ের শুরু যুক্ত করে দেওয়া হয়েছে। আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রীর ও সৈয়দ রহমত উল্লাহ সাহেবের অশেষ অবদানে ‘বন্ধু মানে বোধহয়’ ২০০২ সালে ১৪ এপ্রিল প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে প্রথম সংস্করণ দ্রুত শেষ হয়ে যাওয়াতে ২০০৩ সালে একুশের বইমেলাতে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। সময়ের সাথে চলতে থাকা আমাদের অনেক গল্প জমে কবিতা জমে যায় সেগুলোকে স্মৃতি আকারে রাখতে সযতনে প্রয়াস চলে এই কবিতার বইয়ের মাঝে। প্রচ্ছদটি একেঁ আমাকে ধন্য করেছেন স্যার আবুল বারেক আলভী।